উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ এএম

ছবিঃ সংগৃহীত
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘এমন কিছু করা উচিত হবে না যার ফলে দেশ ও জনগণ আবারও পিছিয়ে পড়ে। পরমতসহিষ্ণুতা এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে সবাইকে এগিয়ে যেতে হবে।’
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাজনীতি ও মতাদর্শ নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান থাকলেও দেশের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কোনো বিভাজন হতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপ্রধান শিশুদেরকে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের দক্ষ, প্রগতিশীল, অসাম্প্রদায়িক দেশপ্রেমিক ও ‘স্মার্ট নাগরিক’ হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন। পাশাপাশি শিশুদের জন্য নতুন খেলার মাঠ তৈরিতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসারও আহ্বান জানান।
ভবিষ্যৎ প্রজন্মকে সময়োপযোগী জ্ঞান আহরণ এবং হাতেকলমে তা বাস্তবায়নের চেষ্টা করার উপদেশ দিয়ে মোঃ সাহাবুদ্দিন বলেন, ‘তোমাদের এখন থেকেই শিখতে হবে হতে হবে অপ্রতিরোধ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানতে হবে।