তিন দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ এএম


তিন দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দিনের সফরে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার বিকেলে তিন দিনের সফরে পাবনার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখানে একটি জনসভা ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। 

প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর এটি হবে পাবনায় তার দ্বিতীয় সফর। বুধবার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনা যাবেন।

তার আগমন উপলক্ষে জেলায় সাজ সজ্জাসহ সৌন্দর্য বর্ধনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। এর পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থান শোভা পাচ্ছে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুনে।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলার মহাসড়ক থেকে শুরু করে তার আগমন স্থানগুলোতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপ্রধান জেলার সাঁথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব এক জনসমাবেশে ভাষণ দেবেন।

তিনি শহরের পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ৫০০ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করবেন।

এদিকে, রাষ্টপতি নৌকা বাইচ অবলকন করতে যাওকে কেন্দ্র করে সাঁথিয়া বাসি ও দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। জেলার সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন।

Link copied