ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম


ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এটি তার দ্বিপাক্ষিক সফর।

রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় দিল্লি থেকে একটি বিশেষ ফ্লাইটে ফরাসি প্রেসিডেন্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৯০ সালে ফ্রাঁসোয়া মিতেরার সফরের ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর।

সর্বশেষ ৩৩ বছর আগে বাংলাদেশে এসেছিলেন ফরাসী প্রেসিডেন্ট। এ সময়ের মধ্যে দুই দেশেরই অনেক কিছুই পাল্টে গেছে।

বিশ্বের কাছে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভূ-অর্থনীতি, ভূ-রাজনীতির গতিপ্রকৃতিও নানা দিকে মোড় নিয়েছে। সেকারণে ম্যাক্রোঁর এ সফর নানাভাবেই গুরুত্বপূর্ণ। তার সফরে ভূ-অর্থনীতি নাকি ভূ-রাজনীতি কোনটি বেশি গুরুত্ব পাবে তা নিয়ে চলছে আলোচনা।

এর আগে ঢাকায় ফ্রান্স দূতাবাস এক টুইট বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রকাশ করেছে। টুইট বার্তায় লেখা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের সর্বশেষ সফর ছিল ১৯৯০ সালে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত নিরাপত্তা জোরদার করতে চায় ফ্রান্স। এ লক্ষ্যে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী দেশটি। এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়। এতে আঞ্চলিক নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

বাংলাদেশকে দ্রুত প্রবৃদ্ধির দেশ উল্লেখ করে ফ্রান্স দূতাবাস বলেছে-দ্রুত অগ্রগতির পথে থাকা বাংলাদেশের পাশে দাঁড়াতে ফ্রান্স অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন আরো বেশি অঙ্গীকারাবদ্ধ।

Link copied