তারেকের বক্তব্যের কনটেন্ট সরাতে ক্ষমতা কাজে লাগাবোঃ মোস্তাফা জব্বার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৯ অগাস্ট ২০২৩, ১১:০৯ এএম


তারেকের বক্তব্যের কনটেন্ট সরাতে ক্ষমতা কাজে লাগাবোঃ মোস্তাফা জব্বার

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালতের নির্দেশের কপি পেলে তারেক রহমানের বক্তব্যের কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে নিজেদের ক্ষমতা কাজে লাগাবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার (২৯ আগস্ট) সচিবালয়ে অনলাইনের মাধ্যমে আর্থিক প্রতারণা এবং অবৈধ ও যাচাইবিহীন আর্থিক লেনদেন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী আরও বলেন, দেশে যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সবগুলোকে নোটিশ করা হবে তারেক রহমানের বক্তব্য সোশাল মিডিয়া থেকে সরাতে। আদালত থেকে সার্টিফাইড কপি পেলেই এ উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, যেসব প্ল্যাটফর্মে আদালতের নির্দেশ অনুসারে কনটেন্ট সরানো দরকার আমরা তাদের জানাব যে আদালত তোমাদের বলেছে এই কনটেন্ট সরানোর জন্য। আমাদের অভিজ্ঞতা যেটুকু, সেটুকু হচ্ছে আদালত যদি বলে কনটেন্ট সরাতে হবে সচরাচর সোশ্যাল মিডিয়া যে কয়টা আছে তারা এগুলোকে অস্বীকার করার মতো মানসিকতায় চলে না। যতটুকু সম্ভব তারা আদালতকে সম্মান দেওয়ার চেষ্টা করে।

মন্ত্রী আরও বলেন, ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ। এটার লেনদেন বাংলাদেশে হচ্ছে এটা সত্য। সমন্বয়ের অভাবে এটা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটা বন্ধ করতে কাজ করা হচ্ছে।

Link copied