আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
প্রকাশিত: ২৯ অগাস্ট ২০২৩, ০৬:৩০ এএম

ছবিঃ সংগৃহীত
ব্রিকস সম্মেলনের নানান দিক গণমাধ্যমকে জানাতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
সম্প্রতি ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ৫ দিনের সফর শেষে গতকাল রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এই সফরের বিস্তারিত দেশবাসীকে জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী বিশ্বব্যাপী বিধিনিষেধের উত্থানের পর এটিই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন, যা সশরীরে আয়োজিত হয়েছে।