ঢাকায় প্রতিনিধি নিচ্ছে একাত্তর পোস্ট
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ১০:৫৭ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
একাত্তর পোস্ট-এ বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেনঃ
পদের নাম
স্টাফ রিপোর্টার/জেলা/ক্যাম্পাস রিপোর্টারঃ নিজ এরিয়া/ক্যাম্পাসে কাজ করার মানসিকতা থাকতে হবে।
নিউজ এডিটরঃ কম্পিউটারে বাংলা টাইপিং-এ পারদর্শী হতে হবে। কমপক্ষে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত হতে হবে।
ভয়েস আর্টিস্টঃ সংবাদ পাঠে সাবলীল ও বিশুদ্ধ উচ্চারণে পারদর্শী হতে হবে। থাকতে হবে সংবাদ তৈরির অভিজ্ঞতা।
মোবাইল জার্নালিস্টঃ তরুণ, উদ্যমী, যে কোনো পরিস্থিতিতে কাজ করার মানসিকতা ও পরিশ্রমী হতে হবে। মোবাইল জার্নালিজমে অভিজ্ঞতা থাকতে হবে।
কন্টেন্ট রাইটারঃ সাবলীল ভাষায় সংবাদ/প্রতিবেদন/ফিচার রাইটিংয়ে দক্ষতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আগ্রহীরা ২৩ অক্টোবর ২০২২ এর মধ্যে জীবন বৃত্তান্ত পাঠাতে পারেন এই ঠিকানায়ঃ career@ekattorpost.com