মিয়ানমারের ইয়াঙ্গুনে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৪ এএম


মিয়ানমারের ইয়াঙ্গুনে ভূমিকম্প অনুভূত

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের ইয়াঙ্গুন ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশটির স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন। প্রায় ৮০ লাখ মানুষ বসবাস করেন এই শহরে। ইয়াঙ্গুনের সংলগ্ন অন্যান্য শহরে বসবাস করেন আরও বেশ কয়েক লাখ মানুষ।

ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মিয়ানমারে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। চলতি বছরের মে মাসে দেশটিতে জোড়া ভূমিকম্প আঘাত হেনেছিল। ২২ মে ৪ দশমিক ৫ মাত্রার একটি এবং ২ মে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষে দিকে দেশটিতে আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখন আয়াবতী ও রাখাইন রাজ্যে এ দুই ভূমিকম্প হয়েছিল। মিয়ানমারের ওই ভূকম্পন বাংলাদেশের কক্সবাজারেও অনুভূত হয়েছিল।

Link copied