মরক্কোতে ভূমিকম্পের ঘটনায় ৩ দিন রাষ্ট্রীয় শোক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ এএম

ছবিঃ সংগৃহীত
ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প ও তার জেরে ২ হাজার ১০০ মানুষের মৃত্যুতে আগামী ৩ দিন রাষ্ট্রীয় শোক পালন করবে মরক্কো। শনিবার রাষ্ট্রের উচ্চপর্যায়ের এক বৈঠকের পর মরক্কোর রাজা মোহাম্মেদ ৬ এই ঘোষণা দিয়েছেন।
রাজার কার্যালয় থেকে দেওয়া এ সম্পর্কিত এক বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ দিন জাতীয় পর্যায়ে শোক পালন করা হবে। এ সময়ে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মরক্কোয় ভূমিকম্পের কেন্দ্রের কাছে থাকা পাহাড়ি শহর-গ্রামে এখনো পৌঁছতে পারে উদ্ধারকারী বাহিনী। সেখানে ভাঙা বাড়ির তলায় বহু মানুষ আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ভূমিকম্পে ২১০০ জনের বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ভূমিকম্প অনুভূত হয় শুক্রবার রাত এগারোটা নাগাদ। রোববার মরক্কোর ছোট শহর আমিজমিজে উদ্ধারকারীরা ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে থাকা মানুষদের বের করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন।
স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ১১ মিনিটে পাহাড়ি অঞ্চল আল-হাউসে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে ঘরবাড়িসহ বহু ভবন ধসে পড়ে। বলা হচ্ছে, এটি মরক্কোয় বেশ কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ভূমিকম্পে মরক্কোর মারাক্কেশে তিন লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাতিসংঘ এ তথ্য দিয়েছে।
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আহতের ছাড়িয়েছে ১৪শ। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে।