জি-২০ এর নতুন সভাপতি ব্রাজিল
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ এএম

ছবিঃ সংগৃহীত
ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ‘জি-২০ শীর্ষ সম্মেলন’ আজ শেষ হয়েছে। সমাবেশের সমাপনী বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন।
দিল্লির ভারত মণ্ডপে সমাপনী অনুষ্ঠানে জি-২০ দেশগুলোর প্রধানরা একটি প্রতীকী বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন।
সম্মেলনের শেষে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার হাতে জি-২০ এর সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন মোদি। এ সময় প্রতীক হিসেবে কাঠের হাতুড়ি তুলে দেওয়া হয়।
শনিবার (৯ সেপ্টেম্বর) সম্মেলনটি শুরু হয়ে রোববার পর্যন্ত চলে। বিশ্বের ২০ শীর্ষ অর্থনৈতিক দেশের জোট জি-২০ এর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা।
এবারের সম্মেলনে অংশ নেয়নি চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তাদের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছেন।
এবারের জি-২০ সম্মেলনে বিশ্ব নেতারা পরিচ্ছন্ন জ্বালানি স্থানান্তর, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।
এবারই প্রথমবারের মতো জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করেছে ভারত। এই সম্মেলন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল দেশটি।
এবারের সম্মেলনের মূলমন্ত্র ছিল— ‘ভাসুধাইভা কুতুমবাকাম।’ প্রাচীন সংস্কৃত পাঠ মহা উপনিষদ থেকে এ বাক্যটি নেওয়া হয়েছে। এর অর্থ হলো, ‘এক পৃথিবী-এক পরিবার-এক ভবিষ্যত।’ এরমাধ্যমে মানুষ, পশু, পৃথিবী ও অণুজীবের জীবনের মূল্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।