নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ০৫:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির কট্টর দক্ষিণপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইসরাইলের পার্লামেন্ট নেসেটে নতুন সরকার গঠনে আস্থা ভোটে ৬৩-৫৪ ভোটে জয়ের পর তিনি শপথ নেন।
আদালতে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়াইরত ৭৩ বছর বয়সী নেতানিয়াহু ইতোমধ্যেই ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এবং পূর্ববর্তী ১৯৯০-এর দশকের শেষের দিকে তিন বছরের মেয়াদসহ ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৭৩ বছর বয়সী নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ায় ফিলিস্তিনি ও ইসরাইলি বামপন্থিদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগপর্যন্ত ১৫ বছর ক্ষমতায় ছিলেন নেতানিয়াহু। প্রথমে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এবং পরে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে নেতানিয়াহু বলেন, ষষ্ঠবারের মতো আমি একটি সরকার গঠন করতে এবং সংসদের সমর্থন পেতে যাচ্ছি। এবারো আমি প্রথমবারের মতোই উত্তেজিত।