চাকরি ফিরে পাওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও

শুভঙ্কর মুখার্জি, ত্রিপুরা

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ০৩:৩৪ পিএম


চাকরি ফিরে পাওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরি ফিরে পাওয়ার দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেন চাকুরিচ্যুত শিক্ষকরা।

কিন্তু প্রশাসনের কাছে আগে খবর থাকায় মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় যেতেই মাঝ রাস্তায় ভেস্তে দেয় মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার আয়োজন। 

দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বসে থাকে তারা। তাদের দাবি চাকরিতে পুনর্বহাল করতে হবে।

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সংগঠনের নেতা প্রদীপ বনিক জানান, আসন্ন নির্বাচনের আগে সমস্যার সমাধান না করেন তাহলে ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের অভিশাপ মুখ্যমন্ত্রীর উপর পড়বে।

তিনি আরো জানান, সরকার যদি আগের সরকারের মতো ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের অসম্মান করে, তাহলে এই সরকারেরও সুদিন আর হবে না। 

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আরো বলেন, তাদের সাথে যেন তিনি কথা বলেন।

পরবর্তী সময়ে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে দু'জনের একটি প্রতিনিধি দল মহাকরণে যান। সেখানে মুখ্যমন্ত্রী অফিস থেকে বার্তা আসে আগামী শুক্রবারের মধ্যে তাদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এবং তাদের দাবিগুলি মান্যতা দেওয়া হবে।

সেই বার্তা পেয়ে অবরোধ প্রত্যাহার করেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা বলে জানান চাকরিচ্যুত শিক্ষক প্রদীপ বণিক।

Link copied