নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ এএম

ছবিঃ সংগৃহীত
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক অপুর্ব রানা।
চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, একুশে পদকে ভূষিত সৈয়দ সালাহউদ্দিন জাকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, ‘একাধারে চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক সৈয়দ সালাহউদ্দিন জাকী তার সৃষ্টিকর্মের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।’
জানা গেছে, সোমবার সন্ধ্যায় ধানমন্ডির বাসায়ই ছিলেন জাকী। রাত ১০টার দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা নিশ্চিত মৃত ঘোষণা করেন।