বাংলাদেশ-নিউজিল্যান্ড আজকের ম্যাচে আবহাওয়া কেমন থাকবে
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ এএম

ছবিঃ সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে ভারত বিশ্বকাপ। তার আগে শেষ সময়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাঠে নামছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে আজ সকাল থেকেই সিরিজের ভেন্যু মিরপুরের হোম অব ক্রিকেটে চলছে রোদ-বৃষ্টির খেলা। কিছুক্ষণ পরপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
দুপুর ১২টা বেজে ৩ মিনিট থেকেই শুরু হয়ে হালকা ধরণের বৃষ্টি। তৎক্ষণাৎ ঢেকে দেওয়া হয় কাভার। যদিও প্রথম দফার সেই বৃষ্টি থেমে যায় ১২টা ১১ মিনিটে। এরপর ১২টা ১৭ মিনিট থেকে শুরু হয় আবারও বৃষ্টি। মিনিট চারেক পর আবারও থেমে যায় বৃষ্টি। পরক্ষণেই রোদ হেসে উঠে মিরপুরের আকাশে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আজ দুপুর দুইটায়। তবে মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়ামের এই ম্যাচে আছে বৃষ্টির শঙ্কা। সকাল থেকে ঢাকার আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও বিকেল নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকালও বৃষ্টির কারণে ঠিকঠাক অনুশীলন করতে পারেনি টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচেও আছে সেই শঙ্কা। তবে ম্যাচ পণ্ড হবে এমন ভারি বর্ষণের শঙ্কা নেই।
তবে বিকেল চারটা পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে অন্তত ২০ ওভার করে ম্যাচ করার চিন্তা করবে আয়োজকরা।
আইসিসির নিয়ম অনুযায়ী, একটি ওয়ানডে ম্যাচে প্রতি ইনিংসে কমপক্ষে ২০ ওভার খেলা হওয়া বাধ্যতামূলক। আর তার কম খেলা হলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হবে। যদিও তেমন ভারি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।