আজ মুক্তি পাবে বিশ্বকাপের থিম সং

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ এএম


আজ মুক্তি পাবে বিশ্বকাপের থিম সং

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেট বা ফুটবলের বিশ্ব আসরে ‘অফিশিয়াল এন্থেম’ বেশ আলোচিত একটি বিষয় হয়ে থাকে। ক্রিকেট বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে, আর কয়েকদিন বাদেই ভারতে শুরু হচ্ছে মহারণ। ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর ‘অফিশিয়াল এন্থেম’ রিলিজ পেতে যাচ্ছে আজ (২০ সেপ্টেম্বর)।

থিম সংয়ের সুর করেছেন প্রীতম। এবারের বিশ্বকাপের থিম সং-এর নাম ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ অনেকটা হৃদয় উদযাপন করে। ওই গানে পারফরম্যান্স করেছে বলিউড সুপারস্টার রনবীর সিং। আগেই এই থিম সং-এর পোস্টার প্রকাশ পেয়েছে।

গানের পোস্টার টুইটারে শেয়ার করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, বুধবার ভারতীয় সময় দুপুর ১২টায় মুক্তি পাবে গাননি।

এর আগের আসরগুলোতেও অফিশিয়াল এন্থেম ছিল। সাধারণত প্রত্যেক আসরেই থাকে। বিশ্ব আসরের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এই ধরনের আয়োজন বহু পুরোনো। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।

আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের ম্যাচগুলো। সময় যে আর খুব বেশি বাকি নেই, তাই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

Link copied