সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০১:১৪ পিএম


সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্রমিক নেতা সীমান্ত চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রমিক লীগ অফিসে এ সংবাদ সন্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগের পীরগঞ্জ পৌরশাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান পলাশ। 

তিনি বলেন, গত রবিবার পীরগঞ্জ উপজেলার ফুটানিটাউন এলাকায় লিটন ও বর্ষা নামে দুই সিএনজি ড্রাইভারের যাত্রী নামাইয়া গাড়ি আটক করিয়া রাখে কথিত কিছু শ্রমিক নেতা।

বিষয়টি মোবাইল যোগে খবর পেয়ে থ্রি-হুইলার বেবী টেক্সীর মালিক সমিতির সড়ক সম্পাদক সীমান্ত চৌধুরী সহ তার দুই সহযোগী লিটন ও বর্ষাকে উদ্ধার করিতে গেলে তাকে কথিত শ্রমিক নেতা মীর আব্দুল খালেক, আব্দুল্লাহ আল মামুন নয়ন, আখতারুল ইসলাম, আতিকুর রহমান, আব্দুর রহিম, মুক্তারুল ইসলাম, রাজু আহম্মেদ, তন্ময় আলম সহ ১০-১২ জন তাকে ধারালো অস্ত্র লোহার রড ও লাঠি-সোটা দিয়ে হামলা করে।

এতে সে গুরুতর রক্তাক্ত জখম সহ আহত হয় সীমান্ত। বর্তমানে সে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

Link copied