পীরগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষক আটক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০১ পিএম

ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ইমাম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঐদিন রাতে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আটক ইমাম হোসেন উপজেলার আজলাবাদ গ্রামের আনারুল হকের বিবাহিত ছেলে।
থানা সূত্রে জানা যায় যে,উপজেলার বৈরচুনা ইউনিয়নের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের পঞ্চম শ্রেনির এক ছাত্রীকে মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে ইমাম হোসেন। এ সময় বাড়ির লোকজন ইমামকে হাতে নাতে ধরে ফেলে এবং আটক করে রাখে।
এ নিয়ে স্থানীয় ভাবে দেন দরবার হয়। কিন্তু কোন সুরাহা না হওয়ায় পরে রাতে ৯৯৯ এ ফোন করেন এলাকার লোকজন। ৯৯৯ থেকে ফোন পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক ইমামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শেখ জানান, এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।