আমেরিকার ক্ষমতা নেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে: এমপি জিল্লুল হাকিম

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম


আমেরিকার ক্ষমতা নেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে: এমপি জিল্লুল হাকিম

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পৃথিবীর রাজনীতি পাল্টে গেছে। আমেরিকার সেই ক্ষমতা নেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে। রাজবাড়ীতে কর্মী সমাবেশে এমন মন্তব্য করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিল্লুল হাকিম বলেন, আমেরিকা একটা করে বুলি ছাড়ে আর বিএনপি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফ মারে। কিন্তু ওরা জানে না, আমেরিকার সেই আগের ক্ষমতা নাই। এখন আমেরিকার মতো ক্ষমতাধর অনেক দেশের জন্ম হয়েছে। তাই আমেরিকার কথায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না।

তিনি আরও বলেন, আমেরিকার অর্থনৈতিক অবস্থা আগের মত আর নাই। তারা নিজেই শত শত কোটি মার্কিন ডলার চীনের কাছ থেকে ঋণ করেছে। তাই তাদের কথা মতো আর অন্য সব শক্তিধর চলে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় আছে। যে উন্নয়ন হয়েছে তা মানুষ কখনো কল্পনাও করে নাই। আগামী ১০ তারিখ থেকে রাজবাড়ীর মানুষ ট্রেনে করে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে। যেটা এক সময় দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে কল্পনার মতো ছিলো। এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকার পক্ষে ভোট চান তিনি। 

মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের (রহিম মিয়া) সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট খোদেজা নাসরিন আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মন্ডল, জেলা পরিষদের সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামাণিক প্রমুখ। 

Link copied