বাউফলে মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই শুরু

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৪ পিএম


বাউফলে মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই শুরু

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর বাউফলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একটি প্রতিনিধি দল ১৯৫ জনের মুক্তিযোদ্ধা নামের তালিকা অধিকতর যাচাই-বাচাই কাজ পরিচালনা করেন। 

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাউফল উপজেলা পরিষদ হল রুমে এ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এ যাচাই-বাছাই কার্যক্রম চলবে আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জামুকার সদস্য মেজর (অবঃ) ওয়াকার হাসান বীর প্রতীক। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলর কমান্ডার শামসুল আলম মিয়া, মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার আঃ বারেক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলর আবুল কালাম খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, যাচাই-বাছাইকালে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি উপস্থিত থাকার কথা ছিল। হঠাৎ তার বড় ভাইয়ের মেয়ের মৃত্যুজনিত কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি। 

Link copied