আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

মনিরুজ্জামান মুন, লালমনিরহাট

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ এএম


আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার হাজিগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মনির হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বকশীটারি এলাকার আবু তালেবের ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার সকালে প্রতিদিনের ন্যায় মনির হোসেন রাস্তা দিয়ে হেঁটে জামতলা হাফিজিয়া মাদ্রাসা যাওয়ার সময় হাজিগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে বালু বোঝাই ট্রাক রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে এলাকাবাসী ট্রাক আটক করে স্থানীয় কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের নিয়ে চেয়ারম্যানের হাতে জমা দেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

Link copied