হাতীবান্ধায় শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪ এএম

ছবিঃ সংগৃহীত
লালমনিরহাট হাতীবান্ধায় উপজেলায় শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার ৬ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় হাতীবান্ধা উপজেলার মেইন শহরে শোভাযাত্রা হয়।
এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধার ওসি শাহ আলম, বাংলাদেশ পূজা উদযাপন সভাপতি বাবু দিলীপ সিংহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাতীবান্ধা উপজেলার সাধারণ সম্পাদক বাবু গজেন্দ্র নাথ বর্মন সহ আরো অনেক উপস্থিত ছিলেন।