চারটি গরুকে হত্যার পর গৃহকর্তার আত্মহত্যা
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় খাদেমুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি তার নিজের ৪টি গরুকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে হত্যার পর নিজেও দুইটা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
১লা সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল চারটার সময় উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের ব্রহ্মগাও গ্রামের পাড়াপুকুর সরকারি আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, খাদেমুলের সঙ্গে তাঁর স্ত্রীর বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। তার স্ত্রী জনৈক ব্যক্তির সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে ধারণা করতেন তিনি। একাধিকবার এ ব্যাপারে তার স্ত্রীকে সে বিষয়ে শাসন করলে তার স্ত্রী কোন কিছুতেই কর্ণপাত করেনি যা তার অসহ্য হয়ে উঠেছে।
কথায় কথায় তার বউ তাকে গরুর ধমক দিয়ে বলে যে, তুমি বেশি আমাকে শাসন করলে আমি গরু বিক্রি করে এই সংসার এবং তার সংসারে থাকা তিন বাচ্চা রেখে সে অন্যত্র চলে যাবে। যার কারনে সে এসব সহ্য করতে না পেরে উক্ত গরুগুলোকে গ্যাস ট্যাবলেট খাাওয়াইছে এবং সে নিজেও দুটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
এ সময় স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং ততক্ষণ পর্যন্ত সে বাড়িতেই ছিল। পরে সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য সুভাষ চন্দ্র রায়ের নির্দেশে তার ভাইয়েরা ভটভটিযোগে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে গ্যাস ট্যাবলেট প্রয়োগে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।