প্রাইভেট ক্লিনিকের ভুল চিকিৎসার খেসারত দিতে হলো দুই সন্তানের জনককে

মোঃ সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ৩০ মে ২০২৩, ০৫:৫৮ পিএম


প্রাইভেট ক্লিনিকের ভুল চিকিৎসার খেসারত দিতে হলো দুই সন্তানের জনককে

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সিংগাইরে ডাক্তারের ভুল চিকিৎসায় আমিনুর রহমান টিপু (৩৫) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত আমিনুর রহমান ওই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে ও দুই সন্তানের জনক। এ ঘটনায় উত্তেজিত জনতা রাতেই  হাসপাতালটি ভাংচুর করেছে।

সোমবার (২৯ মে) রাত ৯টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকাল থেকে চারিগ্রাম চৌরাস্তায় আমিনুর রহমান তালের সাস বিক্রি করছিল। এরই মধ্যে রাত সাড়ে ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করলে সে পাশেই চারিগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যায়। এরপর ওই হাসপাতালের ডাক্তার আবুল কালাম আজাদ পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে গ্যাসের ইনজেকশন পুশ করেন। এরপরই সে অচেতন হয়ে পড়ে। রোগীর অবস্থা বেগতিক দেখে রোগীর স্বজনরা কোন কিছু বুঝে উঠার আগেই হাসাপাতালের ডাক্তার আমিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরই মধ্যে সুযোগ পেয়ে ওই হাসপাতালের মালিকপক্ষ, ডাক্তার ও নার্সসহ অন্য স্টাফরা হাসপাতালেটিতে তালা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে স্বজনরা আমিনুরকে দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছরিয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে উত্তেজিত জনতা রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালে ভাংচুর চালায়। খবর পেয়ে রাত ১১ টার দিকে সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Link copied