উজিরপুরে হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর(বরিশাল)

প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১০:৫৮ এএম


উজিরপুরে হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের উজিরপুরে হত্যাকান্ডের ১ বছর অতিবাহিত হলেও হত্যাকান্ডের কোন বিচার না হওয়ায় নিহতের পরিবার সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (১৭ মে) বেলা ১১টায় উজিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আঃ হক সরদারের স্ত্রী মামলার বাদী কহিনুর বেগম বলেন, আমার স্বামী ২০২২ সালের ১ জানুয়ারী একই এলাকার শোলক গ্রামের জাহাঙ্গীর সরদার, আবুল সরদার, আলম সরদার, সুমন সরদার ও ইমন সরদার মিলে পরিকল্পিতভাবে হত্যা করে।

হত্যার পর থেকে কিছুদিন পালিয়ে থাকার পরে পুনরায় আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না এবং হত্যার রহস্য উদঘাটন করতে তারা ব্যর্থ হয়েছে। অন্যদিকে আসামীরা প্রকাশ্যে মামলা উঠিয়ে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে।

আসামীদের হুমকির ভয়ে আমাদের পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিহতের বড় ভাই আঃ রাজ্জাক সরদার, শ্যালক কবির হাওলাদার, ভাগিনা কামাল হাওলাদার, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর সরদার, প্রতিবেশি মিন্টু দাসসহ অনেকে। উল্লেখ্য ২০২২ সালের ১জুন রাতে উপজেলার শোলক গ্রামে জমি-জমা বিরোধের জেরে ঝগড়ার সৃষ্টি হয়েছিল।

সে ঘটনায় আঃ হক সরদারের মৃত্যু হয়। পরিবারের দাবী তাকে জাহাঙ্গীর সরদার,আবুল সরদার,আলম সরদার,সুমন সরদার ও ইমন সরদার হত্যা করেছে। এদিকে হত্যার ঘটনায় আঃ হক সরদারের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে উল্লিখিত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এস,আই তরুন কুমার জানান, ময়না তদন্তের রিপোর্ট পর্যালোচনা করে স্থানীয়দের সাক্ষী প্রমানের ভিত্তিতে মামলার চুড়ান্ত রিপোর্ট কোর্টে প্রেরণ করা হয়েছে।

Link copied