কুড়িগ্রাম জেলা পরিষদে মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৬ মে ২০২৩, ০৫:২০ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
কুড়িগ্রামে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক এমপি) আলহাজ্ব মোঃ জাফর আলী।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় মাসিক সভায় পূর্বসভার কার্যবিবরণী অনুমোদন,২০২২-২০২৩ অর্থ বছরে এডিপি ও রাজস্ব বরাদ্দের গ্রহীত প্রকল্প বাস্তবায়ন, উন্নয়নমূলক কাজের অগ্রগতি,খেয়াঘাট,মার্কেট নির্মাণ ও রেকডীয় জায়গা উদ্ধারসহ বিবিধ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, জেলা পরিষদের কুড়িগ্রাম সদর ৪নং সদস্য (প্যানেল চেয়ারম্যান) মিনহাজুল ইসলাম আইয়ুব, জেলা পরিষের নির্বাচিত ভূরুঙ্গামারী উপজেলা ০১নং ওয়ার্ডের সদস্য জহির উদ্দিন, নাগেশ্বরী উপজেলা ০২নং সদস্য মোঃ একরামুল হক বুলবুল, রাজারহাট উপজেলা ০৫নং সদস্য মোঃ এনামুল হক,উলিপুর উপজেলা ৬নং সদস্য মোঃ জুয়েল, চিলমারী উপজেলা ০৭নং সদস্য মোঃ জামিনুল হক, রৌমারী উপজেলা ৮নং মোঃ হারুনর রশিদ,চর রাজিবপুর উপজেলা ৯নং সদস্য মোঃ সোহেল সরকার, সদর,রাজারহাট ও উলিপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ শিউলী বেগম,চিলমারী,রৌমারী ও চর রাজিবপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আরমিন নাহার ও জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।