কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১২:২১ পিএম


কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে এসেছিলেন।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করেছে সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহসভাপতি সাইদ হাসান লোবান, ছানালাল বকসী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ন সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বিপ্লব, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক  রুহুল আমিন দুলাল প্রমুখ।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Link copied