হাতিয়ার সীমান্তে রামগতি থানা পুলিশের অনুপ্রবেশ নিয়ে হট্টগোল

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী)

প্রকাশিত: ১২ মে ২০২৩, ১০:০৭ এএম


হাতিয়ার সীমান্তে রামগতি থানা পুলিশের অনুপ্রবেশ নিয়ে হট্টগোল

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা ১নং হরনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বয়ারচর টাংকির ঘাট এলাকায় পার্শ্ববর্তী এলাকা রামগতি থানার ওসি, সার্কেল এসপি এসে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে অশুভ আচরন করায় স্থানীয় জনগন তাদের অধিকার রক্ষার দাবীতে অনুপ্রবেশকারীদের ঘেরাও করে রেখেছিলেন।

স্থানীয় বিক্ষুব্ধ জনতা রামগতি পুলিশের অনুপ্রবেশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং তারা জানান, টাংকি ঘাট হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত, বিগত ইউপি নিবার্চনের সময় নোয়াখালী জেলা প্রশাসক এবং এস,পি মহোদয় এই এলাকায় হাতিয়া ও রামগতির সীমানা নির্ধারণ করে দেয়। যা এই ঘাট থেকে আরো ৬ কি.মি. উত্তর পশ্চিমে। একটি স্বার্থান্বেষী মহল টাকা পয়সার বিনিময়ে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তাদের এই ভূমি ও বাসযোগ্য অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। যে অপচেষ্টা তারা আগেও করেছিলো।

এ নিয়ে হাতিয়া এলাকায় হাজার হাজার জনগন মিছিল এবং তাদের বাসযোগ্য ভূমি সুরক্ষার জন্য একসাথে জোর দাবী জানাচ্ছে।

গতকাল রাতে এমন পরিস্থিতিতে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, সহকারী পুলিশ সুপার- হাতিয়া সার্কেল মোঃ আমান উল্যাহ্ এবং হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন ঘটনাস্থলে এসে অনুপ্রবেশকারী (লক্ষ্মীপুর জেলার- রামগতি সার্কেল সাইফুল আলম চৌধুরী এবং রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন) পুলিশ কর্মকর্তাদেরকে নিজ কর্ম এলাকায় পাঠিয়ে দেন।

এদিকে অধিকার সুরক্ষার দাবিতে বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্য নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন বলেন, কোনো সমস্যা হলে হাতিয়ার ওসি এবং সার্কেল'কে ফোন দিবেন এবং টাংকি বাজার আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ক্যাম্পে হাতিয়ার পুলিশ থাকবে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।

এ বিষয়ে আজ শুক্রবার সকালে হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন জানান, রামগতির পুলিশ অসৎ উদ্দেশ্য নিয়ে আমাদের এলাকায় এসে আমাদের ওয়ার্ড প্রতিনিধিদের অসদাচরণ করেন তবুও আমাদের মানুষ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেনি। তিনি আরও জানান, নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন এখানকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং টাংকি বাজার এই পুলিশ ক্যাম্পে হাতিয়ার পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিয়ে যান।

Link copied