সিলেটে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৬৭ জন কারাগারে
প্রকাশিত: ৮ মে ২০২৩, ০৪:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৬৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৮ মে) জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাদের জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
জকিগঞ্জ আদালতের সাধারণ নিবন্ধক (জিআর) বাসু দেব জানান, ২০২১ সালের ১৪ অক্টোবর কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা মামলায় তাদের জামিন নামঞ্জুর করেছেন আদালতের বিচারক।
তারা হলেন- অব্দুল কাদির মেম্বার, মাসুদ আহমদ, কামরুল ইসলাম, আব্দুল জলিল মেম্বার, কামিল আহমদ, বাবুল আহমদ, বুরহান উদ্দিন, রায়হান আহমদ, জমির উদ্দিন, ইমন আহমদ, মো. আলাউদ্দিন, জালাল উদ্দিন, আলম আহমদ, ছয়েফ উদ্দিন, ফয়সাল মেম্বার, ময়নুল ইসলাম, পারভেজ মোশাররফ, সফি মিয়া, মিনহাজ আহমদ, ছাইফুর রহমান, এমাদ উদ্দিন, রিয়াজ উদ্দিন, কবির আহমদ, হাফিজ নাছির উদ্দিন, আলম মিয়া, আল আমিন, আব্দুল কুদ্দুস, জয়নাল আহমদ, জুবায়ের আহমদ চৌধুরী, মাহতাব আহমদ, সিপার আহমদ, মুরশেদ আলম, মো. মুমিন মিয়া, মনির উদ্দিন, জোবায়ের আহমদ, ছয়ফুল ইসলাম, জাহাঙ্গীর আলম জাকির, সায়াদ আলী, আব্দুল হান্নান হান্না, শাহিদ আহমদ, জাকারিয়া আহমদ জুয়েল, রাবেল আহমদ, মিজান আহমদ, মাহতাব হোসেন, মায়রুফ আহমদ, খলকু মিয়া, আবু সুফিয়ান, আলীম উদ্দিন, আব্দুল জলিল জলু, মাজহারুল ইসলাম সেলিম, কাওসার আহমদ, নজরুল ইসলাম নমিক, শাহিদ আহমদ, জামাল উদ্দিন ও কামরুল ইসলামসহ ৬৭ জন।
এদের বেশিরভাগ স্থানীয় বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত।
এর আগে বেশ কয়েকজন আসামি পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। গত বৃহস্পতিবারও ২৯ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। পরে বিচার শ্যামকান্ত সিনহা তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।