ময়মনসিংহে নদীতে গোসল করতে নেমে দুই তরুণ নিখোঁজ
প্রকাশিত: ৮ মে ২০২৩, ০২:৫৭ পিএম

ছবিঃ প্রতীকী
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নেমে দুই তরুণ নিখোঁজ হয়েছেন। সোমবার বিকেলে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। তাদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফয়সাল। তিনি উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে।
উচাখিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। অপরজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। গোসলে নামা এক তরুণকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ঝাঁপ দিয়ে সেও নিখোঁজ হয়।
সন্ধ্যা সাড়ে সাতটায় এ রির্পোট লিখা পর্যন্ত ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল এনে খোঁজ করতে নামানো হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুইজন নিখোঁজের খবর পেয়েছি। লাশ উদ্ধার হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।