ময়মনসিংহে বাসচাপায় পথচারী নিহত

মো: সাজ্জাতুল ইসলাম

প্রকাশিত: ৮ মে ২০২৩, ১২:৩৮ পিএম


ময়মনসিংহে বাসচাপায় পথচারী নিহত

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ নান্দাইলে বাসচাপায় অজ্ঞাত (৬৬) এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ঝালুয় বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রা‌তে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শামিম এন্টারপ্রাইজ নামের একটি দ্রুতগামী বাস ঝালুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় এক বৃদ্ধকে চাপা দেয়।

এতে ওই বৃদ্ধ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই বাসটি জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ওই বৃদ্ধের পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি খোঁজ নিতে।

Link copied