কিশোরগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ০৯:২৬ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার ভোরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়।
সকালে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন কর হয়। সরকারি গুরুদয়াল কলেজ মাঠে অবস্থিত স্মৃতি সৈাধে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন পুস্প স্তবক অর্পণ করে।
শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বেলুন আর সাদা পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের মনোরম কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসির চৌকস দল। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।