তেঁতুলিয়ায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩, ০৪:০৯ পিএম


তেঁতুলিয়ায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে কামরুল ইসলাম (৩৫)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহের গলায় দাগ রয়েছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তবে লাশ উদ্ধারের আগে দুপুরে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেন।

বুধবার (২৫ জানুয়ারী) বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ঝালিঙ্গিগছ এলাকায় চা-বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কামরুল ইসলাম একই উপজেলার শালবাহান ইউনিয়নের জুগিগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

জানা যায়, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন কামরুল ইসলাম। মঙ্গলবার খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে, বুধবার দুপুরে তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার।

বিকালে ভজনপুর এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে, তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন, সনাক্ত করেন লাশটি কামরুলের।

দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান আলী স্থানীয়দের বরাত দিয়ে জানান,বুধবার বিকালে চা-বাগানে তিনজন মহিলা খড়ি আনতে গেলে,তারা বাগানের ঝোপে দেখতে পেয়ে চিৎকার দেয়।পরে স্থানীয়রা গ্রাম পুলিশসহ লাশ নিশ্চিত দেখে থানা পুলিশকে খবর দেয়।

Link copied