রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬০ জনকে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ এএম


রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬০ জনকে গ্রেফতার

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৩০০৯ পিস ইয়াবা, ৩৪.৫ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৯৯৫ গ্রাম গাঁজা, ৩৬ বোতল বিদেশি মদ ও ২০ বোতল দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল। 

Link copied