রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ এএম

ছবিঃ সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
বুধবার দিবাগত (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, রাত পৌনে ৪টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, রাত পৌনে ৪টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে। প্রথমে ৭টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে ১৭টি করা হয়েছে।
আগুন নেভানোর দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে পানি সংকটের কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া দাহ্য পদার্থ থাকায় আশপাশে এলাকায় আগুন নেভানোর সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।
একের পর এক এসি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ। সংশ্লিষ্টরা বলছেন, মার্কেটে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকায় এবং এসির বিস্ফোরণে আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় পানি সংকটে পড়েছে ফায়ার সার্ভিস।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে। মার্কেটের আশপাশ এলাকায় জড়ো হওয়া জনতার ভিড় ঠেকাতে হিমশিম হিমশিম খাচ্ছেন সেখানে থাকা বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরা। বিজিবির সদস্যরা বারবার হুইসেল বাজালেও কেউ কোনো কর্ণপাত করছে না। ফলে আগুন নেভাতে কিছু বেগ পেতে হচ্ছে ফায়ারের কর্মীদের।