বঙ্গবাজারে ২ লাখ টাকা সহায়তা ভোক্তা অধিদপ্তরের
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩, ০৯:১৯ এএম

ছবিঃ সংগৃহীত
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক দিনের বেতন দুই লাখ টাকা দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার অধিদপ্তরের পক্ষ থেকে মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের হাতে চেক তুলে দেন।
এ সময় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান এবং অধিদপ্তর কর্তৃক ইফতার আয়োজন বাতিলপূর্বক এ অর্থ দেওয়া হয় ব্যবসায়ীদের।