নোবিপ্রবির নতুন প্রক্টর ড. আনিসুজ্জামান
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নোবিপ্রবি রেজিস্ট্রার (অ: দা:) প্রফেসর ড. মো. আব্দুল বাকী এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ‘কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান কে নিম্নোক্ত শর্তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিয়োগ দেয়া হলো।’
শর্তসমূহে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তার এই নিয়োগ বিবেচিত হবে; ১৪ সেপ্টেম্বর, ২০২৩ হতে এই নিয়োগ কার্যকর হবে; বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং ১৪ সেপ্টেম্বর, ২০২৩ হতে পরবর্তী ০৩ (তিন) বছর এই নিয়োগ কার্যকর থাকবে।
বিধিমালা অনুযায়ী, প্রক্টর হলেন আবাসিক হলের বাইরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেকোনো জায়গায় শিক্ষার্থীদের আচরণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়োজিত কর্মকর্তা। তাকে সহযোগিতা করার জন্য থাকেন প্রয়োজনীয় সংখ্যক সহকারী প্রক্টর।