ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ পিএম


ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: তথ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে না। ক্ষমতায় থাকতে দেব না। এতো সহজ নয়। আপনারা ভাবছেন এভাবে লাফালাফি করেই ক্ষমতায় যেতে পারবেন। আজকে ভূ-রাজনীতিতে বিএনপি হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা। সুতরাং এত লাফালাফি করে লাভ নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কাকে ভিসা দেবে, কাকে দিবে না- সেটা তাদের ব্যাপার। ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়। যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত চমৎকার।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া রাজশাহী জেলা ও মধ্য মহানগর যুবলীগের সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আমাদের বলেছে ফাইনাল খেলা আগামী মাসে হবে। আমরা প্রস্তুত আছি ফাইনাল খেলার জন্য। আমরা প্রিপারেশন নিয়েছি ফাইনাল খেলার জন্য। কোথায় খেলবেন ফাইনাল খেলা বলেন। আমরা সেখানে যাব।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ যাব না, যুবলীগকে সেখানে পাঠাব ফাইনাল খেলার জন্য। আমাদের ফাস্ট টিম পাঠাব না, সেকেন্ড টিম পাঠাব। প্রয়োজনে মহিলা আওয়ামী লীগকে পাঠাব। ওদের সাথে আগে খেলেন। তারপর আওয়ামী লীগ প্রয়োজনে আপনাদের সাথে খেলবে। যুব মহিলা লীগ যদি যেতে চায় যুবলীগ তাদের নিয়ে যেতে পারে। আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছি।

গণমাধ্যমকর্মীদের ক্ষেত্রে মার্কিন ভিসা নীতি কার্যকর করার বিষয়টি স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপের শামিল উল্লেখ করে তিনি বলেন, এর প্রভাবে গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে বাধা সৃষ্টি করবে। গণমাধ্যম কর্মীদের এ ব্যাপারে সোচ্চার হওয়া উচিত।
  

Link copied