সেবার মাধ্যমে জনগণের মন জয় করতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ০১:১৮ পিএম


সেবার মাধ্যমে জনগণের মন জয় করতে হবে: প্রধানমন্ত্রী

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) দুপুর ১২টায় জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ানো হয়। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

এ সময় জেলা পরিষদে ৫৯ জন চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপরদিকে, জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

শপথ বাক্যে পাঠ শেষে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সেবার মাধ্যমে জনগণের মন জয় করতে হবে।

প্রধানমন্ত্রী প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আপনাদের দায়িত্ব সবার জন্য কাজ করা। আমি ক্ষমতায় আসার পর কে আমাকে ভোট দিল, তা দেখে উন্নয়ন করিনি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনগণের সরকার। আমাদের একটাই লক্ষ্য জনকল্যাণমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা। মানুষের উন্নয়ন যেন নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি অঞ্চলে কী কী কাজ করা যায়, তা দেখতে হবে।

Link copied