টানা ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৬ এএম

ছবিঃ প্রতীকি
আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে বলে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন।
এর আগে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
এরপরের দুই দিন ২৯ সেপ্টেম্বর (শুক্র) ও ৩০ সেপ্টেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটি।
ফলে বৃহস্পতি-শুক্র-শনিবার মিলিয়ে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
উল্লেখ্য, প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্ম নেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিন ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা এ দিনটিতে নফল রোজা রাখেন। বেশি বেশি দরুদ পাঠ, কোরআন শরিফ তিলাওয়াত, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।
টানা তিনদিনের ছুটি পেয়ে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজের গ্রামের বা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। কেউ আবার ট্যুর প্লান করছেন পর্যটন কেন্দ্রে যাওয়ার।
টানা তিনদিনের ছুটির কারণে ইতোমধ্যে বাস, লঞ্চ ও রেলস্টেশনে টিকিটের চাহিদা বেড়ে গেছে। আকাশপথেও অনেকেই ঢাকা ছাড়ছেন।