এনআইডি সেবা পুরোদমে চালু হতে পারে বৃহস্পতিবার
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম

ছবিঃ প্রতীকি
এক দিন বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার চালু করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সার্ভারটি চালু করা হয়েছে বলে এনআইডি অনুবিভাগ থেকে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বুধবার সকাল থেকে পার্টনার সার্ভিসগুলোর জন্য সার্ভার চালু করা গেলেও ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন এবং স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম এখনো চালু করা সম্ভব হয়নি। তবে বুধবার রাতের মধ্যে সার্ভার পুরোদমে চালু করা যাবে বলে আশা করছেন তারা।
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম জানিয়েছিলেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে সার্ভার বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে সার্ভারের কাজ চলছে। তাই এনআইডি সংক্রান্ত সব ধরনের সেবা ২০ সেপ্টেম্বর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
বাংলাদেশি নাগরিকদের অন্যতম নথি জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। বর্তমানে সরকারি ও বেসরকারি সেবা পেতে এনআইডি দরকার হয়। ফলে গত দুদিন ধরে এনআইডি সার্ভার বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন সেবাপ্রত্যাশীরা। এনআইডি সংক্রান্ত সেবা আগামীকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পুরোদমে চালু হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডি সার্ভার বন্ধ রাখা হয়েছিল।