রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ এএম

ছবিঃ সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজাসহ ছয় সদস্যর একটি প্রতিনিধিদল। এ সময় তারা দাতা সংস্থাটির বিভিন্ন কাযর্ক্রম পরিদর্শন করেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-এল-১৭ তে পৌঁছান প্রতিনিধি দলটি। পরে তারা আইএমও অবস্থিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।
ডব্লিউ এফফির ই-ভাউচার শপে আসা কিছু রোহিঙ্গাদের সঙ্গে জাতিসংঘের সহকারী মহাসচিব কিছু সময় কথা বলে তাদের খোঁজখবর নেন। পরবর্তীতে ছয় সদস্যর প্রতিনিধি দলটি দুপুর ৩টার দিকে কক্সবাজারের উদ্দেশ্য ফিরে যান।
চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা।
শনিবার (৯ সেপ্টেম্বর) তার ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস।
তিনি পররাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।
এই বৈঠকগুলো ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ।