বিএনপির সেই শক্তি নেই যে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবেঃ কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৭ অগাস্ট ২০২৩, ০২:৩৫ পিএম


বিএনপির সেই শক্তি নেই যে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবেঃ কৃষিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি-জামায়াতকে উৎখাত করতে আবারও বঙ্গবন্ধুর মতো নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে। তাহলে তাদের শেকড় উপড়ে ফেলা যাবে।

রোববার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত নানা ষড়যন্ত্র করছে। তারা সংবিধান মানে না।

তিনি বলেন, বিএনপির সেই শক্তি নেই যে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে। আগামী জনসমাবেশে এমন আওয়াজ তোলা হবে, বিএনপির নাম কবরে প্রবেশ করবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি জামায়াত দেশে যে কোনো সময় সহিংসতা চালাতে পারে। তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

Link copied