প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ০৪:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে এক ভিডিও বার্তায় দেশের সবার প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদের আনন্দ। আসুন আমরা পরিবার, আত্মীয়-স্বজন সহ সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াই।
শেখ হাসিনা বলেন, পবিত্র ঈদুল ফিতরের এ দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।
ভিডিও বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন, ঈদ সবার মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।