ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হবে আর্জেন্টিনা দূতাবাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩, ১১:২৬ এএম


ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হবে আর্জেন্টিনা দূতাবাস

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার জনগণের কাছে বাংলাদেশ নামটা খুবই পরিচিত হয়ে উঠেছে কাতার বিশ্বকাপের মাধ্যমে। গত ডিসেম্বরে শেষ হওয়া বিশ্বকাপ জুড়ে লিওনেল মেসি, ডি মারিয়াদের আকুণ্ঠ সমর্থন জানান বাংলাদেশের ফুটবল ভক্তরা।

তৃতীয় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসিদের নিয়ে বাংলাদেশের উন্মাদনা নজর কাড়ে আর্জেন্টিনার জনগণের। তাই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে বিশ্বকাপ শেষ ফের ঢাকায় দূতাবাস চালুর ঘোষণা আসে। অবশেষে ফেব্রুয়ারিতে সেটি চালু হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো তিন দিনের সফরে আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। পরদিন উদ্বোধন করবেন দূতাবাস।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন।

Link copied