ইউক্রেনে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ এএম

ছবিঃ সংগৃহীত
ইউক্রেনের দক্ষিণ দিকের অঞ্চলগুলো লক্ষ্য করে বুধবার রাতে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আর তাদের এ হামলা প্রতিহত করতে পুরো অঞ্চলজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের মুখপাত্র নাতালিয়া হিউমেনিউক।
ইউক্রেনের তিনটি অঞ্চলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ব্যাপক রুশ হামলার বিশদ বিবরণও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে সেপ্টেম্বরে এটা রাশিয়ার সবচেয়ে বড় আক্রমণ।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ, ওডেসা এবং মধ্য ইউক্রেনের কিরোভোহরাদে ড্রোন হামলা হয়েছে। সেখানে কিছু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে রুশ ড্রোন। তবে এখনও ক্ষয়-ক্ষতির বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউক্রেনের সেনাবাহিনীর অপর একটি পক্ষ জানিয়েছে, বিধ্বস্ত শহর বাখমুতে আবারও ফিরে এসেছে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা। দীর্ঘ ১০ মাস লড়াই করে বাখমুতের নিয়ন্ত্রণ নিয়েছিল ওয়াগনার। এরপর মে মাসে রাশিয়ার সেনাবাহিনীর কাছে শহরটির নিয়ন্ত্রণ হস্তান্তর করে সেখান থেকে চলে গিয়েছিলেন ওয়াগনারের সেনারা। এখন আবারও সেখানে ফিরে এসেছেন তারা।
এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তার পূর্ণাঙ্গ হামলা শুরুর পর প্রায় ৯০টি রুশ ফিক্সড-উইং বিমান ধ্বংস হয়েছে।