নিউইয়র্কে ব্যবসা করার অধিকার হারাতে পারেন ট্রাম্প
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ এএম

ছবিঃ সংগৃহীত
ব্যাংকে এবং বিমায় নিজের সম্পত্তির দাম বাড়িয়ে দেখিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত লোন পাওয়ার সুবিধার জন্য এই কাজ তিনি করেছেন বলে অভিযোগ উঠেছে। ২০২২ সালে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।
আদালতের অভিযোগ, সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট এবং তার পরিবার জালিয়াতির মাধ্যমে নিজেদের সম্পদ ও সম্পত্তির ভ্যালু বাড়িয়েছেন।
আদালতের এমন অভিযোগের ফলে রাজ্যে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় জটিলতার মুখোমুখি হতে পারেন তিনি।
আদালত জানিয়েছে, মামলাটি শোনা হবে। অর্থাৎ, মামলাটিকে নিয়েছে আদালত। এই মামলায় দোষী প্রমাণিত হলে নিউইয়র্কে ব্যবসা করার অধিকার হারাতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
অভিযোগে বলা হয়েছে, ব্যাংকে এবং বিমা সংস্থাকে ট্রাম্প নিজের সম্পত্তির যে হিসাব দিয়েছেন, তাতে তার মূল্য অন্তত দুই দশমিক দুই তিন বিলিয়ন ডলার বেশি দেখানো হয়েছে। লোন পেতে সুবিধা হবে বলেই এভাবে নিজের সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প। যা বেআইনি।