সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শুক্রবার ঈদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ০৫:৫৫ পিএম


সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শুক্রবার ঈদ

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ২১ এপ্রিল (শুক্রবার) সেদেশে ঈদ উদযাপিত হবে।

আজ বৃহস্পতিবার দেশটির চাঁদ দেখা কমিটি জানায়, ২০ এপ্রিল রমজান মাসের শেষ দিন এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।

সৌদির মতো কাতারেও শুক্রবার ঈদ উদযাপিত হবে। তবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে চাঁদ দেখতে না পারায় আগামী ২২ এপ্রিল (শনিবার) ঈদ উদযাপনের সময় ঘোষণা করা হয়েছে।

Link copied