এখন পর্যন্ত কতবার সংসার ভাঙল পরীমনির?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ এএম


এখন পর্যন্ত কতবার সংসার ভাঙল পরীমনির?

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি এবং চলচ্চিত্র অভিনেতা শরিফুল রাজ। তাদের ঘর আলো করে আসে এক ছেলে সন্তানও।

কিন্তু বছর গড়াতেই বিচ্ছেদের গুঞ্জন ওঠে এই দম্পতিকে নিয়ে। পরে বার বার তাদের মিল দেখা গেলেও অবশেষে বিচ্ছেদের গুঞ্জন সত্যি হলো। শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটলেন তারা। জানা গেছে, গেল ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দিয়েছেন পরী। 

কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমনি অত্যধিক আলোচিত নানা কারনে।

পরীমনি প্রথম প্রেমে জড়ান এক সাংবাদিকের সঙ্গে। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি সে সম্পর্কের কথা জানান দেন তিনি। দীর্ঘ সময় প্রেমের পর বাগদানও হয় এই জুটির। 

২০২০ সালে ফের বিয়ে করেন পরী। সে বছরের ৯ মার্চ রাতে পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে তার সহকারী কামরুজ্জামান রনিকে মাত্র তিন টাকা দেনমোহরে বিয়ে করেন এই লাস্যময়ী অভিনেত্রী। সে সম্পর্কও বেশি দিন টেকেনি।

সর্বশেষ ঢাকাই সিনেমার অভিনেতা শরীফুল রাজকে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা।

শুধু তাই নয়, ২০১৬ সালের শুরুর দিকে হঠাৎ ফেসবুকে ভাইরাল হয় পরীর সঙ্গে দুজনের বিয়ের খবর। এমনকি বিয়ের ছবি, কাবিননামা ও তালাকনামার ছবিও প্রকাশ পায় সেসময়।

এক ফেসবুক আইডি থেকে ছবিগুলো শেয়ার করে দাবি করা হয়, পরীমনি ইসমাইল নামের একজনের স্ত্রী। 

এর কিছুদিন পরেই ফেসবুকে পাওয়া যায় সৌরভ কবীর নামের আরও একজনের সঙ্গে তার বিয়ের কাবিননামা এবং কিছু ঘনিষ্ঠ ছবি।

সিনেমায় অভিষেক হওয়ার ঠিক আগের দুই বছর অর্থাৎ নাটকে অভিনয় করার সময় সেতু নামের এক ফটোগ্রাফারের সঙ্গেও বিয়ের খবর শোনা যায় পরীমনির। তাদের নাকি দুই বছরের সংসারও ছিল। 

যদিও এই বিয়েগুলো সম্পর্কে কখনোই মুখ খুলেননি পরী। একাধিকবার তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও বরাবরই এ প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি।

Link copied