অভিনয়ে নিষেধাজ্ঞায় চিন্তিত নন চমক
প্রকাশিত: ২১ অগাস্ট ২০২৩, ০১:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় অভিনয় থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।
তবে নিষেধাজ্ঞার এই খবরে চিন্তিত নন চমক। তিনি জানান, ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গেই আছে। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।
চমক বলেন, আমাকে অভিনয় শিল্পী সংঘ নিষিদ্ধ করতে পারে। নিষিদ্ধ করার ডিরেক্টরস গিল্ড কে? ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত নয়। এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে, কাজে বিরক্ত করে তাহলে পদক্ষেপ নেব।
উল্লেখ্য, 'শ্বশুর বাড়িতে প্রথম দিন' নামের একটি নাটকের শুটিং চলছিল রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে। শুক্রবার (৪ আগষ্ট) ছিল শুটিংয়ের দ্বিতীয় দিন।
নাটকের অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের কলটাইম ছিল সকাল ১০টায় থাকলেও দেরি হয় তার। যার ফলে চমককে কয়েকবার ফোন করেন সহকারী পরিচালক ও অভিনেতা আরশ খান। বেলা সাড়ে ১১টার দিকে শুটিং সেটে এসেই এ নিয়ে চিৎকার শুরু করেন এই অভিনেত্রী।
আজ সোমবার দুপুরে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড সংবাদ সম্মেলনের ডাক দেয়। অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী তিন মাস নিষিদ্ধ করে সংগঠনটি।