নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১ অগাস্ট ২০২৩, ০৬:১৬ এএম


নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৭ সালের আজকের এই দিনে (২১ আগস্ট) না ফেরার দেশে পাড়ি জমান নায়করাজ রাজ্জাক। আজ তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। তার পরিবারের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

রাজ্জাকের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি টালিগঞ্জের নাগতলাপাড়ার আট নম্বর বাড়িতে তার জন্ম।

তখন কে জানত, জাপানি বোমারু বিমানের বোমা আক্রমণের আশঙ্কার মুখে জন্ম নেওয়া ছেলেটি হবে ঢালিউডের প্রবাদপ্রতিম পুরুষ? এটা হয়ত রাজ্জাক নিজেও জানতেন না। আর জানলে সম্ভবত প্রথম জীবনে ফুটবল খেলাকে আপন করে না নিয়ে অভিনয়কে আপন করে নিতেন।

সিনেমার নায়ক হওয়ার অদম্য স্বপ্ন ও ইচ্ছা নিয়ে রাজ্জাক ১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়তে সিনেমার ওপর পড়াশুনা ও ডিপ্লোমা গ্রহণ করেন।

নিজের অভিনয়গুণে রাজ্জাক ‘নায়করাজ’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। আহমদ জামান চৌধুরী তাকে এই উপাধি দিয়েছিলেন।

মোট প্রায় চারশর মতো চলচ্চিত্রে অভিনয় করা বহু গুণে গুণান্বিত এই নায়ক ২০১৭ সালের ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে পাড়ি জমান না-ফেরার দেশে। 

সম্পর্কিত

আরও পড়ুন

Link copied