দেশ বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:০০ এএম

ছবিঃ সংগৃহীত
সুদের হার বাড়ালে মূল্যস্ফীতি কমবে এমন নিশ্চয়তা নেই। উল্টো বিনিয়োগ কমে যেতে পারে বলে মনে করেন এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন।
তিনি বলেন, কিছু সমস্যা থাকলেও বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এফবিসিসিআই এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করেছে সংগঠনটি। আগামী ১১ই মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে ১২টি দেশের শীর্ষ পর্যায়ের মন্ত্রী, বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ নানা স্তরের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিবেন।
এ বিষয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনাকে বিশ্বের কাছে তুলে ধরাই এই সামিটের মূল উদ্দেশ্য।